কুষ্টিয়ার মিরপুরে এক নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে। আর হত্যার পর খতবিক্ষত মরদেহ ফেলে রাখা হয়েছে শুকিয়ে যাওয়া একটি পুকুরে। সকালে ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের নাম মঈন উদ্দীন(৩০) তিনি উপজেলার ধলশা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় বাড়ি নির্মাণ শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কৃষকেরা গ্রামের মাঠে কাজ করতে গিয়ে শুকিয়ে যাওয়া একটি পুকুরের ভেতর এক ব্যক্তির পড়ে থাকা মরদেহ দেখতে পায়। কাছে গিয়ে তারা দেখে মাথায় এলোপাথাড়ি আঘাতে খতবিক্ষত চিহ্ন। দ্রুতই তারা মিরপুর থানা পুলিশকে বিষয়টি জানায়। এমন খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ সেখানে ভিড় করেন।
নিহতের পরিবার সূত্র জানিয়েছেন, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে না। সকালে জানতে পারে তার মরদেহ পড়ে আছে মাঠের এক শুকিয়ে যাওয়া পুকুরে। কেন কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা কেউই ধারণা করতে পারছে না।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও এ হত্যাকান্ড তদন্তে কাজ করছে। মরদেহটির সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।