কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কুমারখালী উপজেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে সেসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার ৫ নং নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন, ইউপি সদস্য সাইদুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে গ্রাম আদালতের নানান বিষয় তুলে ধরা হয় এবং সচেতনতা মুলক বক্তব্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়।