খোকসা কুষ্টিয়াঃ খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ খোকসা বেলা ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রদিপ্ত রায় দীপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন: খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলাউদ্দিন খাঁন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ খাঁন খোকসা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খোকসা উপজেলা বিএনপি নাফিজ আহম্মেদ রাজু খোকসা উপজেলা জামায়াতের আমির মোঃ নজরুল ইসলাম উপজেলা আইটি অফিসার বুলবুলী খাতুন, সমাজসেবা অফিসার মোঃ জহুরুল ইসলাম ভায় বক্তারা ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন বক্তারা জাতীয় দিবসের তাৎপর্য এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।