দৌলতপুর প্রতিনিধিঃ গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুতে কুষ্টিয়ার দৌলতপুরে গায়েবানা জানাযা, আওয়ামীলিগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার নেতৃত্ব উপজেলার মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে আবুল কাশেমের গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র জনতা ক্ষোভে ভাংচুর চালায় এরই প্রেক্ষিতে সারাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয় এবং ৩য় কোন পক্ষ সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে লুটপাট ও ভাংচুর চালানোর খবর ছড়িয়ে পড়ে। গত শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট ও ডাকাতির কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতৃবৃন্দকে ফোন করে তা আটকানোর জন্য অনুরোধ করে ডাকা হয় এবং তারা সেখানে গেলে পরিকল্পনা অনুযায়ী তাদের ওপর হামলা চালাই আওয়ামীলীগের সন্ত্রাসীরা বলে দাবি করেন বৈষম্যবিরোধীরা। আহত শিক্ষার্থী আবুল কাশেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল তিনটায় মারা যান।
রাত নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা ও সারাদেশে জেলা উপজেলায় গায়েবানা জানাযা ও কফিন মিছিলের আহ্ববান জানান সংগঠনটি তারই ধারাবাহিতায় এ মিছিল অনুষ্ঠিত হয়।