কুষ্টিয়ার দৌলতপুর জামায়াত ইসলামীর কার্যালয়ে উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুব মাযহার, দৌলতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আরজউল্লাহ।
বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াত ইসলামী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সুশাসন দেখতে চাই। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য শত শত ছাত্র জনতার জীবন উৎসর্গ করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীও দীর্ঘদিন ধরে ইনসাফ ভিত্তিক ও বৈষম্যের সমাজ গঠনের সংগ্রাম করে যাচ্ছে।
পতিত ফ্যাসিস্ট সরকার দেশের যে সম্পদ যেভাবে লুটপাট করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের ভোটের অধিকার নিয়েছিল। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল।বাংলাদেশর মানুষ আর তা দেখতে চায় না। রোববার জামায়াত ইসলামী বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এসব কথা বলেন।