দৌলতপুর প্রতিনিধি : শীতের মৌসুমে হঠাৎ ঝড় বৃষ্টিতে কুষ্টিয়ার দৌলতপুরে গম, সরিষা, তামাকসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির সাথে দমকা হাওয়ার ফলে নুয়ে পড়ায় ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকদের স্বপ্নের ফসল। অসময়ে হঠাৎ এমন ঝড়ো হাওয়া-বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় কৃষকদের চোখে-মুখে এখন হতাশার ছাপ। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে অনেক কৃষকের। দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী অফিসার শাহারিয়ার শামিম , উপজেলা কৃষি জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। যেন কৃষকরা তাদের খেতের ফসল রক্ষা করে ঘরে তুলতে পারে।চলতি বছর উপজেলায় মোট ৬ হাজার ৪০৩ হেক্টর জমিতে গম ৪ হাজার ৬৯২ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় গম, ভুট্টা, সরিষা, তামাকসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। হঠাৎ ঝড়ে কৃষকদের স্বপ্ন ভেঙে তাদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।সীমান্তবর্তী জামালপুরের এলাকার এক কৃষক বলেন, বরাবরের মত এবারেও আমি চার বিঘা গমের চাষ করেছি। বোপনের পর থেকে গম অনেক ভালো হলেও হঠাৎ বাতাসে নুয়ে পড়েছে জমির অধিকাংশ গম। বর্গা নিয়ে চাষ করা জমিতে লাভ তো দূরের কথা, আসল তোলা নিয়েই দুশ্চিন্তায় আছি। দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকতা নুরুল ইসলাম জানান, গত ২২ ফেব্রুয়ারি বিকালের ঝড়ে ফসলের তেমন ক্ষতি হবে না তবে বিভিন্ন এলাকাতে প্রায় ৪০০ হেক্টর গম জমিতে নুয়ে পড়েছে। আমরা পরামর্শ দিচ্ছি আশা করি কৃষকরা পুশিয়ে নিতে পারবে। তবে এ ক্ষতির পরিমাণ আরোও বেশি হবে বলছে স্থানীয়রা ।