আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লাঙ্গলবাঁধ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫
ঝিনাইদহ প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে লাঙ্গলবাঁধ ব্যাডমিন্টন উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শৈলকুপা লাঙ্গলবাঁধ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত এই টুর্নামেন্টে ইয়ং ব্যাচে ১০ টি যৌথ টিম ও সিনিয়র ব্যাচে ৮টি টিম অংশগ্রহণ করে।প্রধান অতিথি জনাব মোঃ বাবুল হোসেন মোল্লা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শৈলকুপা উপজেলা বিএনপি, বিশেষ অতিথি ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মহিউদ্দিন জোয়ার্দ্দার,সার্বিক তত্ত্বাবধানে মোঃ নায়েব আলী মন্ডল সাংগঠনিক সম্পাদক ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপি।ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।আয়োজকরা বলেন, এইভাবে সকলের উৎসাহ পেলে আগামীতে আরও ব্যাপক পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হবে।