নিজস্ব প্রতিবেদকঃ অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুষ্টিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার যুগিয়া দরগাপাড়া এলাকায় অভিযান চালায় সেনাসদস্যরা। এ সময় একটি দেশী তৈরি পিস্তল, ও বিভিন্ন ধরনের সাতটি ধারালো অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, মো: লিটন (২৪), আব্দুল মমিন(৪৫) এবং রোমান আলী(২২)। আজ শনিবার সন্ধা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর রওশ আরা রেজিমেন্ট আর্টিলারি ডিভিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার দুপুরে সন্দেহভাজন তিনটি বাড়ীতে একসাথে অভিযান চালায়। এসময় মো: লিটন আলীর শোবার ঘরের বালিশের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে লিটন আলীর দেয়া তথ্যমতে, মোমিন এবং রোমানকে গ্রেপ্তার করে সেনা সদস্যরা। এসময় তাদের হেফাজত থেকে আরো ৭ টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা। এই ঘটনায় গ্রপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলে সেনা বাহিনীসুত্র নিশ্চিত করেছেন।