কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতিকে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে বর্ণাঢ্য র্যালী বের করা হয় এবং র্যালীতে রাজকীয়ভাবে ঘোড়ায় চরে প্রতিষ্ঠাতা সভাপতি অংশ গ্রহণ করেন।
কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন জানান, ১৯৮৪ সালে প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী কুমারখালী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। নানা ঘাত প্রতিঘাত এবং কারাবরণের পরও সাংবাদিকতা থেকে তিনি সরে যাননি। সম্প্রতি কুমারখালী প্রেসক্লাবের কমিটি গঠনের পর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়। আগের দিনে বিভিন্ন রাজ্যের রাজা বাদশা যেমন ঘোড়ায় চড়তেন। তেমনি বকুল চৌধুরীকে ঘোড়ায় চড়িয়ে সম্মান দেওয়া হয়েছে বলে জানান তারা।
প্রতিষ্ঠা বার্ষিকীতে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মিকাইল ইসলাম,
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস’র কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু,দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকি, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি দোলন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, পৌর বিএনপির আহবায়ক মনোয়ার হোসেন, যুবদলের আহবায়ক জাকারিয়া আনসার মিলন,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ সহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন কবি, সাহিত্যক, শিক্ষক, বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ও গুনীজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী আবেগে আপ্লুত হয়ে বলেন, ১৯৭২ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত সপ্তাহিক ‘ইস্পাত’ পত্রিকার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। নানা প্রতিকুলতার মধ্যে ১৯৮৪ সালে কুমারখালী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। ব্যতিক্রমী এমন উদ্যোগ নিয়ে তাকে সম্মানিত করায় বর্তমান প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।