খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ০৭ মার্চ দুপুর ১২:৩০ মিনিটে মো. আঃ মান্নান মন্ডল (৫৫) তার দাবি করা ক্রয়কৃত জমিতে লাগানো কলা গাছ থেকে কলা কাটতে যান। এ সময় একই জমির মালিকানা দাবি করে মো. জিহাদ মন্ডল (৪২) তাকে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে মো. জিহাদ মন্ডল (৪২) এর নেতৃত্বে ৭-৮ জনের একটি দল একত্রিত হয়ে আ. মান্নান মন্ডলসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে জানা যায়, হামলায় গুরুতর আহত হন ১। মো. আ. মান্নান মন্ডল (৫৫) ২। মো. জমির মন্ডল (৫০) ৩। মো. আখের মন্ডল (৩০) ৪। মো. সেকেন্দার মন্ডল (৬২) প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র হাসুয়া ও চাপাতি দিয়ে ভিকটিমদের রক্তাক্ত জখম করে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।