মো: আতিকুজ্জামানঃ কুষ্টিয়া আফসার উদ্দিন গার্লস ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) সকাল নয়টায় মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম। আফসার উদ্দিন গার্লস ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক নাজমুল হুসাইন সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুন্সি কামরুজ্জামান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা দাতা সদস্য আব্দুল আজিজ। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা বিজয়ী বিভিন্ন ইভেন্টের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানের অতিথিরা পুরস্কার তুলে দেন। জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীদের অবশ্যই দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং শৃঙ্খলা নিয়ে চলতে হবে। শুধুমাত্র পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তার পাশাপাশি শিক্ষা কার্যক্রম হিসেবে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিকও চর্চা করতে হবে। তবেই তাদের মাঝে মেধা ও মননশীলতা বিকশিত হবে। প্রত্যেক শিক্ষার্থীকে ভালো ছাত্র হবার আগে অবশ্যই ভালো মানুষ হতে হবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীকে দেশের সুনাগরিক হওয়ার চেয়ে সোনার মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। আজকের কোমলমতি শিক্ষার্থীরাই হচ্ছেন আগামীর বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ।