নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় কুষ্টিয়া- রাজবাড়ী সড়কের মাষ্টার কমিউনিটি সেন্টার অডিটরিয়ামে জেলা বিএনপির আহবায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, যুগ্ম আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, পদবঞ্চিত ব্যানারে কতিপয় চিহ্নিত ব্যক্তি কুষ্টিয়া জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে একেরপর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। তাদের অশানীল বক্তব্য ও ডাহা মিথ্যা প্রচারনায় বিএনপির নেতা-কর্মীরা যেমন মর্মাহত তেমন ক্ষুব্ধ।
এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতারা আরো বলেন, অনেক ধর্য্য ধারণ করেছি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবিলম্বে তাদের অশালীন বক্তব্যে ও মিথ্যাচার পরিহার করে দলের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও হুশিয়ারী দেন উপস্থিত নেতারা ।