নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পিয়ারপুর ও ঝিনাইদহের শৈলকুপা থানার সীমান্তবর্তী এলাকায় গুলিতে চরমপন্থী নেতা হানিফসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশান মাঠ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে হঠাৎ করে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি পূর্বশত্রুতার জের হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং পুলিশ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে।এদিকে, কুষ্টিয়ার এক সাংবাদিকের কাছে জাসদ গণবাহিনী এই হত্যার দায় স্বীকার করেছে।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা অপর একজন হানিফের শ্যালক লিটন। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায় নাই।