নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে মোঃ ফখরুল আলম পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি উপলক্ষে র্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে তার সহধর্মীনির উপস্থিতিতে র্যাংক ব্যাজ পরিয়ে দেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ সহ জেলা পুলিশের অন্যান্য অফিসাররা। তার এ সাফল্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তার শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা। এছাড়াও তিনি কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শাখার দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছেন।