খোকসা প্রতিনিধি: “দুর্যোগের পূর্ব প্রস্তুতি, বাঁচাতে প্রাণ ও সম্পদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১০ মার্চ ২০২৫ খ্রি. জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রদিপ্ত রায় দিপনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগের পূর্ব প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে দুর্যোগ মোকাবিলায় সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।