নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচনি ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনকিছুরই সমাধান হবে না। ঝড়, তুফান, বণ্যা, খরা, বৃষ্টি যাই হোক না কেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে, এর কোন বিকল্প নেই, সেই ব্যবস্থা গড়ে তুলতেই হবে। এই লক্ষ্যপথে কেউ বাধা হয়ে দাড়ালে আমরা তাদের প্রতিহত করবো। কুষ্টিয়ায় “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” ও জনসম্পৃক্তি’ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভারচ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান আরো বলেন, অস্ত্রের জোরে ক্ষমতায় বসেছিল পতিত স্বৈরাচার সরকার, নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবে। সেই বিশ্বাস থেকেই আমরা ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছি। স্বৈরাচার সব কিছু ধ্বংস করেছে সেই দেশকে মেরামত করতে হবে। কমিশন গঠন করে অন্তবর্তি সরকার যে সব সংষ্কার করতে চাচ্ছে তা সবই এই ৩১ দফায় রয়েছে। কারণ বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক কমিটির আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক কমিটির আহবায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমী, বিএনপির কেèদ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এর আগে কিভাবে রাজনীতি হবে দেশ ও জনগনের কল্যানে হবে, কিভাবে মানুষের কাছে গণতান্ত্রিক বিএনপির রাজনীতি জনপ্রিয় করতে হবে সেইসব বিষয়ে কুষ্টিয়াঞ্চলের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন প্রশিক্ষক প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী, ফারজানা শারমিন পুতুল, সাইফ মোহাম্মদ জুয়েল।