মোঃ মিজানুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অভিযান চালিয়ে অবৈধ সীসা তৈরির কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এই কাজে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, পরিদর্শক জনাব মোঃ আশরাফ আলী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, দীর্ঘদিন ধরে বৈডাঙ্গা এলাকায় স্টার ব্রিকসের পাশে অবৈধ ভাবে সীসা কারখানা পরিচালনা করে আসছিল। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পুরাতন ব্যাটারী গলিয়ে সীসা তৈরির অপরাধে অভিযান চালিয়ে এই অবৈধ প্রতিষ্ঠানটি ভেঙে দিয়েছি এবং সেখানে মজুদকৃত পুরাতন ব্যাটারী ও সীসা তৈরির সকল সরঞ্জাম জব্দ করেছি। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা ধার্য করা সম্ভব হয়নি তবে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশে মালিককে নিয়মিত মামলার আওতায় আনা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।