নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলার বিভিন্ন বাজার এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে কুষ্টিয়া সদর উপজেলা, এন এস রোড, পৌর বাজার এবং বড় বাজারের তরমুজ পাইকারী ও খুচরা দোকান, ফলের দোকান, খেজুরের দোকান, গুড়ের দোকান, কাঁচাবাজার ও মুদির দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়।
অভিযানে বিশেষ নজর দেওয়া হয় ভোজ্য তেল, পিঁয়াজ, আলু, রসুন, চাল, আদা, ডাল, ডিম, ব্রয়লার মুরগি সহ অন্যান্য জরুরি পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার যাচাইয়ে। ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে তারা মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল পণ্য বিক্রি না করে এবং সঠিক ওজনে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক ভোক্তা-অধিকার বিরোধী অপরাধে ২টি জননী ফল ভান্ডার এন এস রোড মূল্য তালিকা না থাকায় ৩,০০০/- (তিন হাজার) টাকা এবং লিখিত অভিযোগের ভিত্তিতে বড়বাজার রওশন স্টোর পাইকারি দোকানদারকে ভোজ্য তেল সয়াবিন এর দাম নির্ধারিত মূল্যের চেয়ে কেজিপ্রতি বেশি মূল্য নেয়ার কারণে ১,০০০০/- (দশ হাজার টাকা) এবং মূল্য তালিকা না থাকায় আরো ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। অভিযানে সহায়তা করেন ক্যাবের সদস্য নাফিজ আহমেদ খান টিটু, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।
এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে ভোক্তাদের অধিকার সুরক্ষিত থাকে এবং বাজারে স্বচ্ছতা বজায় থাকে।