চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় পেটে বাছুর থাকা গরু জবাই করে সেই মাংস বিক্রয় করার সময় জনরসে দোকান বন্ধ করে কসাই পালিয়ে যায়। পৌর কতৃপক্ষের সঠিক তদারকি না থাকায় এলাকাবাসির ক্ষোভ।
রবিবার সকালে দর্শনা পৌরসভার পিছনে পিলখানায় পেটে বাছুর থাকা গরু জবাই করান ভাগে গরু কেনা কসাই শুকুর আলী ও কসাই কালু, শামীম, মামুন, রফিক। গরু চামড়া ছোড়ানোর পর জবাইকৃত গরুর পেট থেকে বাছুর বের হলে তারা বাছুররটি পরিত্যক্ত স্থানে ফেলে রাখে। পরে দর্শনা রেলবাজার গরুর মাংস বিক্রয় করতে থাকে কসাইরা। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাছুরটি উদ্ধার করে রেল বাজারে নিয়ে আসে।সঙ্গে সঙ্গে কসাইরা তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়। কৌশলে মাংস নিয়ে পালিয়ে যায়।পরে বাছুর উদ্ধার করে ফের বাজারে বিক্ষুদ্ধ এলাকা বাসি নিয়ে কসাইদের বিচারের দাবীতে ক্ষোভে ফেটে পড়েন।তাদের শাস্তি দাবী করেন। জবাইকৃত গরুর পেটে থাকা বাছুরটি উদ্ধার করে।খবর পেয়ে দর্শনা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।