চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায়ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত দের জরিমানা করেছেন।
রবিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক চুয়াডাঙ্গা জেলা কার্যালয় শিল্পনগরী দর্শনা বাজারে অভিযান পরিচালনা করেন।সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওষুধ, কসমেটিক্স, মাংস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।এ সময় দোকানে মূল্য তালিকা না প্রদর্শন করার কারণে মো.আব্দুল ওদুদ এর প্রতিষ্ঠান এম আর স্টোরকে ৪০০০/-ও মো.জহিরুল ইসলামের প্রতিষ্ঠান সরদার স্টোর কে ৪০০০/- এবং মো.জসিম উদ্দিন এর প্রতিষ্ঠান দেওয়ান স্টোরকে ৫০০০/-সহ সর্বমোট ১৩,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।