দৌলতপুর প্রতিনিধি : দেশ ব্যাপী নারী নির্যাতন ও নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত, ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টার সময় উপজেলা চত্বরের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুর উপজেলার শাখা আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । প্রতিবাদ কর্মসূচীতে শিক্ষার্থীরা নারী নিপীড়ন ও ধর্ষণ বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, দেশে বিভিন্ন সময়ে যেসব ধর্ষণ হয়েছে, তার সঠিক বিচার হয়নি। ফলে ধর্ষক ভয় না পেয়ে বারবার ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে যাচ্ছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড দাবি করেন।
তারা বলেন, দেশের ধীরগতি সম্পূর্ণ বিচার ব্যবস্থার কারণে এমন জঘন্য অপরাধ দিন দিন বেড়েই চলেছে। মুহূর্তের মধ্যে ধর্ষণের মতো জঘন্য কাজ করে ধর্ষক অথচ তার বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার আহ্বান করেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা আইনজীবীদের অনুরোধ করবো ধর্ষণের মত জঘন্য অপরাধিদের পাশে যেন তারা না দাড়ান। অবিলম্বে দেশে ঘটে যাওয়া সকল ধরণের নারী নিপীড়নের বিচার করতে হবে। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এসময় বক্তব্য রাখেন দৌলতপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রকিবুল ইসলাম রকি, যুগ্ম আহ্বায়ক পিয়াস ইবনে সানা, সদস্য সচিব আব্দুল হালিম আকাশ , যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ হাসান রোহান, মূখ্য সংগঠক হোসেন আহাম্মেদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।