দৌলতপুর প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হগলবাড়িয়া ইউনিয়নের কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন।
উপজেলা কৃষক দলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টারের সভাপতিত্বে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সুরাইয়া আক্তার কাজলী, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।