শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. ধানমন্ডি ৩২ সহ সারাদেশে আওয়ামী নেতাদের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ

ধানমন্ডি ৩২ সহ সারাদেশে আওয়ামী নেতাদের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ

৫ আগস্ট অভ্যুত্থানে ভারতে আশ্রয় নেয়া সাবেক ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে অভ্যূত্থান বিজয়ী ছাত্র-জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে করা হয় অগ্নিসংযোগ।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত ৮টার পর বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ছাত্র-জনতার ভিড়। একপর্যায়ে ছাত্র-জনতা গেট ভেঙে ধানমন্ডির ৩২ নম্বরের তিন তলাবিশিষ্ট বাড়িটির ভেতরে ঢুকে শুরু করে ভাঙচুর। কেউ কেউ লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে অংশ নেন। কেউ কেউ আবার জানালার গ্রিল, কাঠের ফ্রেম ও ফটকের অংশবিশেষ ভেঙে নিয়ে যান।

এ সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে। ‘দিল্লি না ঢাকা, আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর’- ইত্যাদি স্লোগান শোনা যায়।

ভেতরে যখন ভাঙচুর চলছে তখন ভবনটির বাইরে ছিল উৎসুক জনতার ভিড়। তাদের কেউ কেউ বাড়ির সামনের পরিস্থিতি দেখছিলেন, অনেকে মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করে রাখছিলেন।

রাত ১১টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকেভেটর ৩২ নম্বর বাড়ির সামনে উপস্থিত হয়। শুরু হয় বাড়ি ভাঙার কাজ। রাত সাড়ে ১২টা নাগাদ বাড়িটির একপাশ ভাঙা শেষ হয়। রাত ১টার দিকে আনা হয় আরও দুটি বুলডোজার। সেগুলো দিয়ে বাড়িটির পাশে অবস্থিত দুটি স্থাপনা ভাঙা হয়। একদিকে চলে ভবন ভাঙার কাজ, অন্যদিকে ভবনটির উল্টোপাশে খোলা জায়গায় প্রজেক্টরে দেখানো হচ্ছিল জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র। সেখান থেকে মাইকে ঘোষণা দিয়ে বলা হচ্ছিল, ‘যাদের ভবন ভাঙার ইচ্ছা আছে, তারা সামনে গিয়ে ভেঙে আসেন। আর এখানে যারা প্রামাণ্যচিত্র দেখতে চান, তাদের সুযোগ করে দেন।’

এ সময় ৩২ নম্বর সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি। মধ্যরাতে সেখানে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা। তবে, তারাও একসময় ঘটনাস্থল ত্যাগ করেন।

সকাল পর্যন্ত চলে ভবন ভাঙার কাজ।

৩২ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও বুধবার রাতে ধানমন্ডির ৫ নম্বরে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধাসদনে আগুন দেওয়া হয়। রাত ১টা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক শেখ হাসিনার সরকার পতনের ছয় মাস পূর্ণ হয় বুধবার। এর মধ্যে হঠাৎ আওয়ামী লীগ ঘোষণা দেয়, বুধবার রাত ৯টায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা। যিনি ৫ অগাস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন।

বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ তার আগে বুধবার বিকেলে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন ও পিনাকী ভট্টাচার্য ফেসবুকে ‘ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল’ ঘোষণা করেন।

একটি ফটোকার্ড শেয়ার করে দুই কন্টেন্ট ক্রিয়েটর উল্লেখ করেন, ‘হাজারও ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আজ (বুধবার) রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে।’

স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্ম; পরবর্তীতে ১৯৭৫ সালের করুণ পরিণতির পর ২০২৪ সালে ৬৩ বছর বয়সী বাড়িটি ঘিরে জন্ম নেয় নতুন এক ইতিহাস। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র ধরে ৫ আগস্ট বাংলাদেশে ঘটে যায় ছাত্র–জনতার অভ্যুত্থান। ওইদিন ৩২ নম্বরের এই বাড়িতে দেওয়া হয় আগুন।

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ভবনটিতে যখন ভাঙচুর চলছিল ঠিক তখন আগুন দেওয়া হয় ধানমন্ডির ৫-এ শেখ হাসিনার বাসভবন সুধা সদনে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে কয়েকজন তরুণ এসে তালাবন্ধ সুধাসদনে আগুন লাগিয়ে দেয়। যদিও ৫ অগাস্ট সুধাসদনে এক দফা হামলা হয়। এরপর সেখানে সেনাবাহিনীর সদস্যরা এসে তালা মেরে যান। বুধবার রাতে সেই তালা ভেঙে আগুন লাগানো হয়।

কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বললেও দমকল বাহিনীকে সেখানে উপস্থিত হতে দেখা যায়নি। স্থানীয়রা জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা এই বাড়িতে কিছুদিন অবস্থান নিয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচন এখান থেকেই করেন তিনি। সেই নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি রাষ্ট্রীয় বাসভবনে অবস্থান নেন।

গণভবনে অবস্থানকালে এই বাড়িতে মাঝেমধ্যে আসতেন সাবেক  ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক শেখ হাসিনা। তার পুরো আমল জুড়ে বাড়িটির নিরাপত্তায় নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন থাকতো।

শিশুদের রোজার অভ্যাস গড়ে তোলার করণীয় ও সুন্নত পদ্ধতি

১৫ মার্চ, ২০২৫, ২:২১

কুষ্টিয়ার দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত আটক

১৪ মার্চ, ২০২৫, ১০:৩৮

শৈলকুপা ইসলামী মিডিয়া কর্তৃক আয়োজিত মাহফিল আয়োজন

১৪ মার্চ, ২০২৫, ৯:২০

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

১৪ মার্চ, ২০২৫, ৯:১৭

এক নজরে সাহিত্যিক সমরেশ মজুমদার

১৪ মার্চ, ২০২৫, ৯:১৩

দর্শনায় আবারও বোমা উদ্ধার

১৪ মার্চ, ২০২৫, ৯:০৭

কুমারখালীতে সরকারী জলাশয় দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪ মার্চ, ২০২৫, ৯:০৪

দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

১৪ মার্চ, ২০২৫, ৯:০০

শৈলকুপায় গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১৪ মার্চ, ২০২৫, ৮:৫৫

শৈলকুপায় শিক্ষাবিদ ড. ওয়ালিউজ্জামান স্মরণসভা, শিক্ষাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা

১৪ মার্চ, ২০২৫, ৮:৫২

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তঃজেলা অটো চোর চক্রের সক্রিয় তিনজন সদস্যকে গ্রেফতার

১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৩

লালন স্মরণোৎসব-পবিত্র রমজানের কারণে সীমিত পরিসরে আয়োজন

৫ মার্চ, ২০২৫, ৪:০৮

কুষ্টিয়ায় প্রতীতি স্কুলের সামনে একই স্কুলের ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত

১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩২

কুষ্টিয়ার কাঞ্চনপুর জোতপাড়া মাঠ থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৮

কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে  পিটিয়ে হত্যার অভিযোগ

১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৬

২০ ঘণ্টার বেশি রোজা রাখছেন যে দেশগুলোর মুসলিমরা

২ মার্চ, ২০২৫, ১০:৪১

দৈনিক খবরওয়ালা পত্রিকার ফটো সাংবাদিক ইমরানের উপর হামলা 

১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৪

কুষ্টিয়ায় মিরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩

৩১ জানুয়ারি, ২০২৫, ১:২৭

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় ইবি কর্মকর্তা নিহত

২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১১

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মারিফ গ্রেপ্তার

১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৪


উপরে