কুষ্টিয়া প্রতিদিন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত এবং পবিত্র জুমার দিন একসঙ্গে এসেছে, যা মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ রহমতের বার্তা বয়ে এনেছে। এদিনকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন।
শবে বরাত হলো এমন এক রজনী, যখন মহান আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং ভাগ্য নির্ধারণ করেন। অন্যদিকে, জুমার দিন সপ্তাহের সেরা দিন, যা মুসলমানদের জন্য ঈদের মতো মর্যাদাপূর্ণ। তাই এবারের শবে বরাতের সঙ্গে জুমার সংযোগ এক অনন্য আত্মশুদ্ধির সুযোগ এনে দিয়েছে।
আজকের দিনে মুসল্লিরা জুমার নামাজে অধিকহারে তাসবিহ, দোয়া এবং কোরআন তিলাওয়াত করবেন। রাতের বেলা তাহাজ্জুদ, নফল নামাজ, কোরআন পাঠ ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত প্রার্থনা করবেন।
ইসলামি চিন্তাবিদদের মতে, এই পবিত্র দিন ও রজনী যথাযথ ইবাদতের মাধ্যমে কাটানো উচিত। অহেতুক আনন্দ-উল্লাস, আতশবাজি বা বিদআতি কাজ পরিহার করে, কুরআন-সুন্নাহ মোতাবেক ইবাদত করাই হবে আমাদের প্রকৃত দায়িত্ব।
আমাদের সকলের উচিত, এই পবিত্র দিনে আল্লাহর দরবারে নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সৎপথে চলার দৃঢ় সংকল্প গ্রহণ করা। মহান আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন—আমিন।