খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. সদর উদ্দিন (৫৫) নামে এক কৃষককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার মাসালিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শ্যামপুর গ্রামের বাসিন্দা মো. সদর উদ্দিন মাসালিয়া বাজারে গেলে চকহরিপুর গ্রামের মো. রুবেল শেখ (৪০), মো. রোম শেখ (৩৫), তানভীর শেখ (৩০) ও মো. ডেভিট শেখ (২৬) একত্রে বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখেন।
এ ঘটনায় খোকসা থানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি। খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “বিষয়টি নজরে এসেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।