নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় রমজান মাসে চায়ের দোকান কাপড় দিয়ে ঘেরার অনুরোধ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চায়ের দোকানদার ফারুক (৩৮) ও ব্যবসায়ী হিরু (৩৮) কে গ্রেপ্তার করেছে।
গতকাল কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর এলাকা থেকে হিরুকে এবং বটতৈল এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফারুক আজগার আলীর ছেলে এবং হিরু একজন ভান্ডার ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার একটি চায়ের দোকানে বিজয় টিভির জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু রোজার সম্মান রেখে কাপড় দিয়ে দোকান ঘেরে ব্যবসা পরিচালনার অনুরোধ জানান। এতে দোকানদার ফারুক ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তি করেন।
ফারুক আরও বলেন, “আমি আমার ইচ্ছামতো ব্যবসা করবো, কোনো রমজান মানি না, কোনো রোজা মানি না!” এ সময় তিনি দোকান থেকে পানির পাইপ নিয়ে সাংবাদিক সেতুর ওপর হামলা চালানোর চেষ্টা করেন। প্রাণের ভয়ে সেতু দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান এবং পরে কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ফিরে আসেন।
কিন্তু তখনও ফারুক ক্ষুব্ধ ছিলেন। তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এবং হাতে থাকা পানির পাইপ দিয়ে তাদের তাড়া করেন। সবাই দৌড়ে পালিয়ে গেলেও সেতু সেখানে আটকা পড়েন। এরপর ফারুক, হিরু, মিজান ও আনিচ মহরীসহ আরও কয়েকজন মিলে সেতুর ওপর হামলা চালায়।
হামলাকারীরা তাকে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করলে তিনি আত্মরক্ষার জন্য হাত দিয়ে ঠেকান। এতে তার কবজিতে গুরুতর আঘাত লাগে এবং রক্ত জমাট বাঁধে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত সেতুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত সাংবাদিক সেতুর মা রেনু খাতুন কুষ্টিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে বিজ্ঞ আদালতে আসামিদের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম বলেন,
“এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। তবে মিজান ও আনিচ এখনো পলাতক রয়েছে। খুব দ্রুত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।”
কুষ্টিয়া প্রতিদিন