ব্যতিক্রম উদ্যোগে রাতের অন্ধকারে অসহায় পরিবারের মাঝে প্রকৌঃ আলমগীরের “রমজান উপহার” বিতরণ
গতকাল ব্যতিক্রম উদ্যোগে রাতের অন্ধকারে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ৭ নং হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে পবিত্র রমজান উপলক্ষে অসহায় পরিবারের পরিবারের মাঝে “রমজান উপহার” হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনের নিজ উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে ৭ নং হোগলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিম সর্দার সবুজ, ৭ নং হোগলবাড়ীয়া ইউনিয়নের ৩ নং ওর্য়াডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহাবুল ইসলাম, হোগলবাড়ীয়া ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ মন্ডল, হোগলবাড়ীয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম স্বপন, হোগলবাড়ীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন বলেন, আমরা দীর্ঘদিন সমাজসেবা করে আসছি। মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতি বছরের মতো এবারও রমজানের আগে কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছি। সামাজিক কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এমন ব্যতিক্রম উদ্যোগ এবং লোকচক্ষুর আড়ালে খাদ্য সমগ্রী বিতরণের কারণে এলাকায় ব্যাপক প্রশংসিত হউন বিতরণগণ এবং লোকচক্ষুর আড়ালেই আমাদের খাদ্য সামগ্রী বিতরন করা উচিত বলে এলাকাবাসী মন্তব্য করেন।