মিরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্না অভিযান
মিরপুর প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে মিরপুর পৌরসভার আয়োজনে পৌরসভার বিভিন্ন জায়গাতে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনারুল ইসলাম, সাইফুল ইসলাম, আশাদুল ইসলাম, মহাদেব চন্দ্র ঘোষ প্রমুখ। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের স্বভাবজাত প্রেরণা। তাই স্বভাব যদি বিকৃত না হয় তাহলে মানুষ নিজেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং চারপাশের পরিবেশ ও লোকজনকেও পরিচ্ছন্ন দেখতে ভালবাসে।