শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১
  1. প্রচ্ছদ
  2. ইসলাম ও ধর্ম মুক্তমত শিল্প ও সাহিত্য সম্পাদকীয়
  3. রমজানের রোজা: ফরজ, সুন্নত ও নফল রোজার পার্থক্য

রমজানের রোজা: ফরজ, সুন্নত ও নফল রোজার পার্থক্য

“ইসলাম প্রতিদিন”

রমজান মাসে রোজা পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তবে ফরজ রোজার পাশাপাশি ইসলামে সুন্নত ও নফল রোজারও গুরুত্ব রয়েছে। অনেক সময় আমরা এই তিন ধরনের রোজার পার্থক্য স্পষ্টভাবে জানি না। তাই আজ আমরা ফরজ, সুন্নত ও নফল রোজার পার্থক্য, গুরুত্ব এবং বিধান সম্পর্কে বিস্তারিত জানব।

 

ফরজ রোজাঃ

 

রমজানের রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। এটি প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ মুসলিম নর-নারীর জন্য বাধ্যতামূলক। রমজানের রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন—

 

❝হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।❞ (সূরা আল-বাকারা: ১৮৩)

 

ফরজ রোজার মূল বিধানঃ

 

রমজানের ৩০ দিন রোজা রাখা ফরজ।

 

শরিয়তসম্মত কারণ ছাড়া কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করলে তাকে কাফফারা দিতে হবে (একটানা ৬০ দিন রোজা রাখা অথবা ৬০ জন দরিদ্রকে খাবার খাওয়ানো)।

 

অসুস্থতা, গর্ভাবস্থা বা ভ্রমণের কারণে কেউ রোজা রাখতে না পারলে পরে কাজা আদায় করতে হবে।

 

ফরজ রোজা ছাড়া অন্য কোনো রোজা রাখার আগে ফরজ রোজাগুলোর কাজা করে নেওয়া জরুরি।

 

সুন্নত রোজাঃ

 

ফরজ রোজা ছাড়াও রাসুলুল্লাহ (সা.) এমন কিছু বিশেষ দিনে রোজা রাখতেন, যেগুলোকে সুন্নত রোজা বলা হয়। সুন্নত রোজাগুলো পালন করলে অনেক সওয়াব পাওয়া যায়, তবে এগুলো বাধ্যতামূলক নয়।

 

সুন্নত রোজার দিনসমূহঃ

 

১. আশুরার রোজা (১০ মহররম)

 

রাসুলুল্লাহ (সা.) বলেছেনঃ “আশুরার দিনে রোজা রাখলে আগের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়।” (মুসলিম)

 

৯ ও ১০ মহররম বা ১০ ও ১১ মহররম—এভাবে দু’দিন রোজা রাখা সুন্নত।

2. আরাফার দিনের রোজা (৯ জিলহজ):

যারা হজে যাননি, তাদের জন্য আরাফার দিনে রোজা রাখা সুন্নত।

এই রোজার ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন: “আরাফার দিনে রোজা রাখা এক বছরের আগের ও পরের গুনাহের কাফফারা স্বরূপ।” (মুসলিম)

৩. সপ্তাহের বিশেষ দিনগুলোতে রোজাঃ

রাসুল (সা.) প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন এবং এটি উম্মতের জন্য সুন্নত হিসেবে নির্ধারিত হয়েছে।

তিনি বলেছেন: “সোমবার ও বৃহস্পতিবারে আমলনামা আল্লাহর দরবারে তোলা হয়, তাই আমি চাই, যখন আমার আমলনামা তোলা হবে, তখন যেন আমি রোজাদার থাকি।” (তিরমিজি)

৪. শাবান মাসের রোজাঃ

রাসুল (সা.) শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন।

তিনি বলেছেন: “শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস।” (নাসাঈ)

নফল রোজা:

নফল রোজা হল এমন রোজা, যা বাধ্যতামূলক নয়, তবে এটি পালন করলে প্রচুর সওয়াব পাওয়া যায়।

নফল রোজার ফজিলতঃ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন নফল রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরত্বে রাখবেন।” (বুখারি, মুসলিম)

শাওয়াল মাসে ৬টি নফল রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেনঃ“যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো।” (মুসলিম)

ফরজ, সুন্নত ও নফল রোজার মধ্যে পার্থক্যঃ

রমজানের ফরজ রোজা আমাদের জন্য অবশ্যই পালনীয়। পাশাপাশি সুন্নত ও নফল রোজা পালন করলে আল্লাহর বিশেষ রহমত ও বরকত পাওয়া যায়। তাই শুধু রমজান মাসেই নয়, বরং সারা বছর বিভিন্ন সময়ে রোজা রাখার অভ্যাস গড়ে তোলা উচিত। আল্লাহ আমাদের সবাইকে রোজার গুরুত্ব অনুধাবন করে তা পালন করার তাওফিক দান করুন। আমিন।

শিশুদের রোজার অভ্যাস গড়ে তোলার করণীয় ও সুন্নত পদ্ধতি

১৫ মার্চ, ২০২৫, ২:২১

কুষ্টিয়ার দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত আটক

১৪ মার্চ, ২০২৫, ১০:৩৮

শৈলকুপা ইসলামী মিডিয়া কর্তৃক আয়োজিত মাহফিল আয়োজন

১৪ মার্চ, ২০২৫, ৯:২০

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

১৪ মার্চ, ২০২৫, ৯:১৭

এক নজরে সাহিত্যিক সমরেশ মজুমদার

১৪ মার্চ, ২০২৫, ৯:১৩

দর্শনায় আবারও বোমা উদ্ধার

১৪ মার্চ, ২০২৫, ৯:০৭

কুমারখালীতে সরকারী জলাশয় দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪ মার্চ, ২০২৫, ৯:০৪

দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

১৪ মার্চ, ২০২৫, ৯:০০

শৈলকুপায় গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১৪ মার্চ, ২০২৫, ৮:৫৫

শৈলকুপায় শিক্ষাবিদ ড. ওয়ালিউজ্জামান স্মরণসভা, শিক্ষাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা

১৪ মার্চ, ২০২৫, ৮:৫২

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তঃজেলা অটো চোর চক্রের সক্রিয় তিনজন সদস্যকে গ্রেফতার

১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৩

লালন স্মরণোৎসব-পবিত্র রমজানের কারণে সীমিত পরিসরে আয়োজন

৫ মার্চ, ২০২৫, ৪:০৮

কুষ্টিয়ায় প্রতীতি স্কুলের সামনে একই স্কুলের ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত

১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩২

কুষ্টিয়ার কাঞ্চনপুর জোতপাড়া মাঠ থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৮

কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে  পিটিয়ে হত্যার অভিযোগ

১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৬

২০ ঘণ্টার বেশি রোজা রাখছেন যে দেশগুলোর মুসলিমরা

২ মার্চ, ২০২৫, ১০:৪১

দৈনিক খবরওয়ালা পত্রিকার ফটো সাংবাদিক ইমরানের উপর হামলা 

১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৪

কুষ্টিয়ায় মিরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩

৩১ জানুয়ারি, ২০২৫, ১:২৭

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় ইবি কর্মকর্তা নিহত

২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১১

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মারিফ গ্রেপ্তার

১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৪


উপরে