কুমারখালী প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও “জুলাই স্পিরিট” পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মোঃ হাসিবুল রহমান ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংগঠনের নেতৃবৃন্দ জানান, সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার বাইরে গিয়ে কোনো সদস্য ব্যক্তিস্বার্থে বা সংগঠনের আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের মূল লক্ষ্য ও আদর্শ রক্ষা করতে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।একই সঙ্গে উপজেলার সকল সহযোদ্ধাদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলা হয়েছে, কেউ যদি সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।