শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. শেখ হাসিনার পিয়ন সেই জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার পিয়ন সেই জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেক্স : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ব্যক্তিগত সহকারী (পিয়ন) ‘৪০০ কোটি টাকার মালিক’ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বলেন, “দুদকের পক্ষে উপপরিচালক মো. রাশেদুল ইসলাম এ নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।”
‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে গেল বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করে দুদক।
এজাহারে বলা হয়, জাহাঙ্গীর স্থাবর-অস্থাবর মিলিয়ে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার ‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ অর্জন করেছেন।
তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আটটি ব্যাংকের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা হয়েছে। সেখান থেকে ৬২৪ কোটি ৬০ লাখ ১৫ হাজার ৬৭১ টাকা উত্তোলন করা হয়েছে, যা সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক।
দুদক বলছে, অবৈধভাবে অর্থ অর্জনের পর জাহাঙ্গীর বিভিন্নভাবে তা স্থানান্তর করেছেন। এর মধ্যে তার মালিকানাধীন ‘স্কাই রি এরেঞ্জ’ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি হিসাবে শুধু ২০২৪ সালের প্রথম পাঁচ মাসের ৮৩ দিনেই ১৭৮ কোটি টাকা জমা এবং ১৭৮ কোটি ৯৩ টাকা উত্তোলন করেন।
এছাড়া জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধেও ‘অবৈধভাবে’ ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে আরেকটি মামলা করেছে দুদক।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবছর ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে নিজের পিয়নের ৪০০ কোটি টাকার মালিক হওয়ার তথ্য দেন।
শেখ হাসিনা তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, “আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা? জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।
প্রধানমন্ত্রী সেই কর্মীর নাম না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীরকে নিয়ে আলোচনা শুরু হয়। এরপর তার ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ আসে।
জাহাঙ্গীর আলম শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। কিন্তু বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর আলম তার ‘ব্যক্তিগত স্টাফ’ হিসেবে কাজ করেন। বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হত, তা বহন করতেন জাহাঙ্গীর। সে কারণে তিনি ‘পানি জাহাঙ্গীর’ নামে পরিচিতি পান।
জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে। তিনি এর আগে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও তুলেছিলেন।
দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন জাহাঙ্গীর। তবে পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে তদবির করে তিনি ‘কোটি কোটি টাকার’ মালিক হয়েছেন এবং নোয়াখালী ও ঢাকায় ঢাকায় বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলে সংবাদমাধ্যমে খবর আসে।
২০২৩ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের বিষয়ে সতর্ক করে বলা হয়, তার সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।
জুলাইয়ের তুমুল গণআন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন হলে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথা জানায় দুদক।
মামলার আগে দুদক জাহাঙ্গীরের দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন তৈরি করে।
সেখানে বলা হয়, নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের জাহাঙ্গীর আলম নি¤œবিত্ত পরিবারের। জাতীয় সংসদে দৈনিক মজুরিতে কাজ করতেন।
তিনি অর্থবিত্তের মালিক হতে শুরু করেন ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে।
প্রতিবেদনের ভাষ্য, সবশেষ দ্বাদশ সংসদে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
হলফনামায় তিনি নিজের নামে প্রায় ২১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেন। আর স্ত্রী কামরুন নাহারের নামে ৭ কোটি ৩০ লাখ টাকার সম্পদের তথ্য দেন।

শিশুদের রোজার অভ্যাস গড়ে তোলার করণীয় ও সুন্নত পদ্ধতি

১৫ মার্চ, ২০২৫, ২:২১

কুষ্টিয়ার দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত আটক

১৪ মার্চ, ২০২৫, ১০:৩৮

শৈলকুপা ইসলামী মিডিয়া কর্তৃক আয়োজিত মাহফিল আয়োজন

১৪ মার্চ, ২০২৫, ৯:২০

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

১৪ মার্চ, ২০২৫, ৯:১৭

এক নজরে সাহিত্যিক সমরেশ মজুমদার

১৪ মার্চ, ২০২৫, ৯:১৩

দর্শনায় আবারও বোমা উদ্ধার

১৪ মার্চ, ২০২৫, ৯:০৭

কুমারখালীতে সরকারী জলাশয় দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪ মার্চ, ২০২৫, ৯:০৪

দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

১৪ মার্চ, ২০২৫, ৯:০০

শৈলকুপায় গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১৪ মার্চ, ২০২৫, ৮:৫৫

শৈলকুপায় শিক্ষাবিদ ড. ওয়ালিউজ্জামান স্মরণসভা, শিক্ষাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা

১৪ মার্চ, ২০২৫, ৮:৫২

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তঃজেলা অটো চোর চক্রের সক্রিয় তিনজন সদস্যকে গ্রেফতার

১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৩

লালন স্মরণোৎসব-পবিত্র রমজানের কারণে সীমিত পরিসরে আয়োজন

৫ মার্চ, ২০২৫, ৪:০৮

কুষ্টিয়ায় প্রতীতি স্কুলের সামনে একই স্কুলের ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত

১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩২

কুষ্টিয়ার কাঞ্চনপুর জোতপাড়া মাঠ থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৮

কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে  পিটিয়ে হত্যার অভিযোগ

১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৬

২০ ঘণ্টার বেশি রোজা রাখছেন যে দেশগুলোর মুসলিমরা

২ মার্চ, ২০২৫, ১০:৪১

দৈনিক খবরওয়ালা পত্রিকার ফটো সাংবাদিক ইমরানের উপর হামলা 

১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৪

কুষ্টিয়ায় মিরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩

৩১ জানুয়ারি, ২০২৫, ১:২৭

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় ইবি কর্মকর্তা নিহত

২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১১

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মারিফ গ্রেপ্তার

১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৪


উপরে