ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শফি মিয়া নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফি মিয়া শৈলকুপা উপজেলার হররা গ্রামের মৃত গোলাম ছারোয়ারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ব্যবসায়ী শফি মিয়া মোটরসাইকেলে করে যশোরে যাচ্ছিলেন।
পথিমধ্যে দুলালমুন্দিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।