নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া শহরের অলিগলি ও প্রধান সড়কগুলোতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সন্ধ্যার পর থেকেই কুকুরের উপদ্রব অনেক বেশি দেখা যায়। কুকুরের কামড়ে শিকার হন পথচারীরা। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা প্রাইভেট টিউশন থেকে যাওয়ার সময় কুকুরের আক্রমণের শিকার হন। শহরের আমলাপাড়া বাবর আলী গেট ,কাটায় খানা মোড়, জামতলা মোড়, গোরস্থানপাড়া, চাউলের বর্ডার মোড়, মঙ্গলবাড়িয়া বাজার এই এলাকায় কুকুর বেশি দেখা যায়। একাকী পথচারীরা কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রেই দলবদ্ধভাবে কুকুর মানুষকে তাড়া করছে এবং কামড় দেওয়ার ঘটনাও ঘটছে। কুকুরের কামড় দিলে প্রতিষেধক রয়েছে। কিন্তু প্রতিষেধক যদি কোন অবস্থায় কাজ না করে তাহলে জলাতঙ্ক হয়। মৃত্যু ব্যতিত জলাতঙ্কের আর কোনো ওষুধ নেই। তাই কুকুর আতঙ্কে ভুগছে স্থানীয় জনগণ। প্রতিবছর পৌরসভা থেকে কুকুর নিধন এবং কুকুরদের জলাতঙ্কের ভ্যাকসিন দেয়ার কর্মসূচি দেখা গেলেও এবার এখনো চোখে পড়েনি। তাই সাধারণ মানুষ বলছেন বেওয়ারিশ কুকুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরী।
শহরের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে একা বের হওয়া এখন রীতিমতো ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কুকুরের দল হঠাৎ করে পথচারীদের ধাওয়া করে, অনেক সময় আক্রমণও চালায়। বিশেষ করে শহরতলী এলাকাগুলোতে এবং শহরের নির্জন রাস্তাগুলোতে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে।
একজন ভুক্তভোগী শহরের বড়বাজার এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “কয়েকদিন আগে অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ কয়েকটা কুকুর আমাকে ঘিরে ধরে। কোনোভাবে দৌড়ে পাশের এক দোকানে ঢুকে বাঁচতে হয়েছে। কিন্তু অনেকেই এত সৌভাগ্যবান নন! তিনি অতি দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।