অনলাইন ডেস্ক: নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ কারণে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এ সময় সেখানে ফটোসেশনও অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন, “বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র-জনতার কাতারে থাকা উচিত বলে আমি মনে করি। তাই দায়িত্ব থেকে ইস্তফা দেওয়াই সমীচীন মনে করছি।”
নাহিদ ইসলামের নতুন দলে যোগ দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, সেখানে তিনি আহ্বায়কের দায়িত্ব নেবেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
নাহিদ ইসলাম এর আগে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বে ছিলেন তিনি। ৩৬ দিনের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পেছনেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আন্দোলনের প্রতিটি ধাপে তিনি অগ্রভাগে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম। তার বাড়ি ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে।
দুই বছর আগে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে একটি সংগঠন গঠিত হলে তিনি এর কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে তিনি আরও সক্রিয় হয়ে ওঠেন।
উপদেষ্টার পদ ছাড়ার মধ্য দিয়ে নাহিদ ইসলামের আনুষ্ঠানিক রাজনীতি শুরুর নতুন অধ্যায় উন্মোচিত হলো।