দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ায় দৌলতপুরের বালিরদিয়াড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা মোঃ মনজুর রহমানের অবসরজনিত কারণে বিদায় অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী প্রধান শিক্ষক। বিদ্যালয় চত্বরে শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম রেজা মোল্লা। সকাল ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির দৌলতপুর শাখার সভাপতি ও বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুল হক, নাসির উদ্দিন বিশ্বাস গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মখলেছুর রহমান, বালিরদিয়াড় মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আহসান হাবীব চাঁদ মাস্টার, বালিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আক্কাস আলী, হগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমজাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আরজেদ আলী, বালিরদিয়াড় মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু ওবায়দুল্লাহ সাবেরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবূবূর রহমান, সাংবাদিক আহমেদ রাজু, মরিচা ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান হামিদুল। বালিরদিয়ার মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোখলেছুর রহমান লিটনের সভাপতিত্বে আবেগঘন বক্তব্য করবেন বিদায় প্রধান শিক্ষক মোল্লা মোঃ মনজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম। বেলা ১১ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারনায় বিদ্যালয়ের চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মঞ্চে বক্তব্যের পাশাপাশি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উপঢৌকন ও ভালোবাসায় সিক্ত করে প্রধান শিক্ষক মনজুর রহমানকে। উপস্থিত শিক্ষার্থী ও অতিথিরা বলেন, এমন চমকালো আয়োজনে শিক্ষকের বিদায় খুবই বিরল। এই আয়োজন দেখেই বোঝা যায় বিদায়ী শিক্ষক মঞ্জুর রহমান ছিলেন একজন সৎ যোগ্য ও শিক্ষক।