ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সদর উপজেলায় আবাসিক এলাকা থেকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কের দুই ধারে প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে দুপুর ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হন। ডিপো অপসারণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
এ সময় আরাপপুর হাইওয়ে থানা ওসি ফয়সাল আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, এসিল্যান্ড সজল কুমার দাশসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিক্ষুব্ধরা জানান, ১৫ বছর আগে মধুপুর বাজারে ঠিকাদার মিজানুর রহমান মাছুম নির্মাণ শিল্প প্রতিষ্ঠা করেন। এরপর থেকে এলাকাবাসী বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা জানান, রাস্তা ও শিল্প প্রতিষ্ঠানের কারণে এলাকায় অতিরিক্ত শব্দ, বায়ু ও পরিবেশদূষণের সৃষ্টি হয়েছে। এর ফলে বসবাসের পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসীর দাবি, রাতদিন ২৪ ঘণ্টা কালো ধোঁয়া ও উড়ন্ত ছাইয়ের কারণে তাদের বসতভিটায় বসবাস করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। আশপাশের জমির ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে নানা শারীরিক সমস্যা, যেমন শ্বাসকষ্ট, অ্যাজমা, চোখের সমস্যা, ও শ্রবণশক্তি কমে যাওয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এ সময়ের মধ্যে অ্যাজমা-হাঁপানিতে আক্রান্ত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের দাবির মুখে মিক্সার ডিপোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এর পরেই বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।