নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও শহর বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদের পিতা, আড়ুয়াপাড়া আব্দুল জব্বার সড়কের বাসিন্দা আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ দুপুর দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আবুল হোসেন সরকারি চাকরি জীবনে কুষ্টিয়া সরকারি কলেজের একাউন্টেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি সৎ, পরোপকারী ও সদালাপী মানুষ ছিলেন। তার মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আজ রাত ১০টায় কুষ্টিয়া পৌর কবরস্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে কুষ্টিয়া প্রতিদিন পরিবারের পক্ষ থেকে সম্পাদক সোহেল রানা ও ভারপ্রাপ্ত সম্পাদক জাহিদ হাসান গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
পরিবার, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা তার বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করেছেন।