কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে পদ্মা নদীতে দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুল শেখকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।
গত বছর ২৮শে অক্টোবর কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল এক অভিযানে পদ্মা নদীতে গেলে ইয়ারুল শেখের নেতৃত্বে তাদের পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আজ সোমবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বের কালোয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ইয়ারুল শেখকে গ্রেপ্তার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়ারুল শেখ দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।