শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় আলোচনাসভা ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও দুযোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনাসভা ও মহড়া অনুষ্ঠিত
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ- হেল আল মাসুমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম সিরাজুস সালেহীন, উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শরীফ উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন, শৈলকুপা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহীন আক্তার পলাশ, শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীর অরণ্য প্রমূখ। পরে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কলাকৌশল এর মহড়া প্রদর্শন করেন। এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।