খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার সমশপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামের আজাদ মোল্লার পুত্র মো. নয়ন মোল্লা (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
নয়ন মোল্লা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। প্রায় তিন মাস আগে নির্মাণকাজের সময় দুই তলার ছাদ থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। চিকিৎসকরা তার পায়ে রড বসান, যা দীর্ঘদিন ধরে তীব্র যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। পরিবারের দাবি, অসহনীয় ব্যথার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
দুপুর ২টার দিকে খাবার শেষে নিজের ঘরে ঘুমাতে যান নয়ন। বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে তার মা মোছাঃ ময়না খাতুন ঘরে ঢুকে দেখেন, ছেলে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (নং-০৩) হয়েছে। পরিবারের অনুরোধে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নয়নের চাচাতো ভাই মো. আনিসুর রহমান ‘কুষ্টিয়া প্রতিদিন’-কে বলেন, নয়ন পায়ের ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছিল না। আমরা জানতাম ও মানসিকভাবে কষ্ট পাচ্ছিল, কিন্তু এমন কিছু করবে ভাবিনি।
স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন ধরে শারীরিক কষ্টে ভোগার কারণেই নয়ন এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ: কুষ্টিয়া প্রতিদিন