আধুনিক চক্ষু হাসপাতাল উদ্বোধন করেন সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
ভেড়ামারা প্রতিনিধিঃ শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া আধুনিক চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালে শুভ উদ্বোধন ঘোষণা করেন। হাসপাতালের প্রবেশ মুখে ফিতা কেটে উদ্বোধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া আমন্ত্রিত অতিথি বর্গসহ আগন্তুকগণ বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের নিকট থেকে চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত চক্ষু হাসপাতালের পক্ষ থেকে খন্দকার সুজন উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। হাসপাতালটি পরিচালনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। সকাল দশটায় এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জুম্মার নামাজের জন্য উদ্বোধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। আশা করা হচ্ছে উক্ত চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ দৌলতপুরের চক্ষু রোগীদের চাহিদা পূরণে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হবেন। প্রধান অতিথি হিসেবে রেজা আহমেদ বাচ্চু মোল্লা তার বক্তব্যে দৌলতপুরবাসীর পক্ষ থেকে উক্ত হাসপাতাল স্থাপনের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করে বলেন এই হাসপাতালটি কুষ্টিয়া জেলার অন্যান্য যে কোন চক্ষু হাসপাতালের তুলনায় আরো উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের সক্ষম হবে। অনুষ্ঠানে বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।