কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকার গড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে গড়াই নদীতে মরদেহ ভাসতে দেখে মরদেহটি নদীর কিনারে এনে পুলিশকে খবর দেন। মরদেহের পরনে লাল রঙের টি-শার্ট, কালো প্যান্ট ও হালকা খয়েরি রঙের জ্যাকেট ছিলো। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে জানান তারা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে।