নিজস্ব প্রতিবেদ: কুষ্টিয়ার কাঞ্চনপুর জোৎপাড়া মাঠে আতিয়ার রহমান (৫৭) নামের একজনকে হত্যা করে পার্শ্ববর্তী মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা । আতিয়ার রহমান একই গ্রামের মৃধাপাড়ার বাসিন্দা মইনুদ্দিন মৃধার ভাগ্নে । তিনি শ্যামপুর নিবাসী মৃত ঝড়ো খাঁ এবং নদেজান নেছার পুত্র, সে এখানে তার মামার বাড়িতে বসবাস করতো। স্থানীয়রা সকালে কৃষিকাজের জন্য মাঠে প্রবেশ করলে একজনকে গলাকাটা অবস্থায় দেখতে পায়, পরে লোক জানাজানি হলে শনাক্ত হয় এটা আতিয়ার রহমান । স্থানীয় সূত্রে জানা যায় একসময় আতিয়ার চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন, তবে বর্তমানে তিনি চাষাবাদ নিয়ে জীবন যাপন করতেন, আরো জানা যায় আতিয়ার অন্যত্র আরেকটি বিয়ে করে সেখানে বসবাস করতেন দীর্ঘদিন। তবে তাকে কে বা কারা হত্যা করেছে তা এখনো ধারণা করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।