নিজস্ব প্রতিবেদকঃ “স্থানীয় সরকার শক্তিশালী, উন্নয়ন ও গণতন্ত্র নিশ্চিত”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খোকসায় উদযাপিত হলো “স্থানীয় সরকার দিবস ২০২৫”। উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা আহসান হাবীবসহ স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এছাড়া স্থানীয় উন্নয়ন প্রকল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই দিবস উপলক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।