চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ কেরু’র অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের সাওগাত বিতরণ কর্মসূচী ২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় কেরু’র অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার জুলু, সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম প্রমুখ।বক্তব্যে বক্তারা বলেন,আমরা অবসর গ্রহনের পরও আমাদের পাওনা ঠিকমত পাইনি,কারো কারো ফাইল খুজে পাচ্ছিনা বলে টাকা দাবী করছে।আমাদের করিম ভাই, রাজ্জাক ভাই এর মতো অনেক ভাই’র ফাইল খুজে পাচ্ছেনা।এসব ভাওতাবাজি বন্ধ করতে হবে।আমাদের পাওনা পুরোপুরি বুঝিয়ে দিতে হবে।