ঝিনাইদহ প্রতিনিধিঃ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধে শিশুদের চিত্রাঙ্কন, গান ও নৃত্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটায় শাপলা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে কনক চাঁপা আর্ট একাডেমির ২য় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।শিশুদের সৃজনশীল বিকাশ ও সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহী করে তুলতে এই আয়োজন করা হয় পেট্রা বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে। এতে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ষাট শতাধিক শিশু শিক্ষার্থী চিত্রাঙ্কন, গান ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা কামাল (কনক চাঁপা) ও লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এ কে এম মোঃ ইদ্রিস আলী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব মোঃ জাকিরুর ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রেজাউল করিম। আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে শিশু-কিশোরদের শৈশব দিন দিন যান্ত্রিক হয়ে পড়ছে। মোবাইল ফোন, ভিডিও গেম ও ইন্টারনেটের প্রভাব তাদের শৈল্পিক চিন্তাশক্তিকে ধীরে ধীরে গ্রাস করছে। এই প্রেক্ষাপটে চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্যের মতো সাংস্কৃতিক চর্চা শিশুদের সৃজনশীল ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে বিশেষ ভূমিকা রাখে। কনক চাঁপা আর্ট একাডেমি নিয়মিতভাবে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। আয়োজকরা আশাবাদী, সাংস্কৃতিক চর্চার এই ধারাবাহিকতা আগামী দিনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে একটি সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করবে।