আসন্ন ডিপিএলে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৮টি ম্যাচ। এবারের ম্যাচ অন্য দুটি ভেন্যু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন ও চার নম্বর মাঠ।
প্রথমদিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গুলশান ক্রিকেট ক্লাব খেলবে। একই সময়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের চার নম্বর মাঠে খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
পুরো আসরে রিজার্ভ ভেন্যুও রাখা হয়েছে। পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি) ও বসুন্ধরা ক্রিকেট মাঠ রিজার্ভ ভেন্যু হিসেবে থাকবে। এবারের ঢাকা লিগ সরাসরি সম্প্রচার করা হবে। মিরপুরের ম্যাচগুলো টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ম্যাচগুলো প্রকাশ করা হবে টি-স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে।
এবারের অংশগ্রহণকারী ১২টি ক্লাব হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লান, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স স্পোর্টিং ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।