নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া প্রতিদিন: রমজান শুরুর সঙ্গে সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। প্রতিবারের মতো এবার এর প্রভাব পড়েছে শসার বাজারেও। সাধারণত ইফতারের অন্যতম প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত শসার দাম হঠাৎ করেই বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে গরিব রোজাদাররা মুসল্লিরা
বাজার ঘুরে দেখা গেছে, রমজানের আগে যেখানে প্রতি কেজি শসার দাম ছিল ২০-৩০ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০-১০০ টাকায়। রাজধানীর বিভিন্ন বাজারে দেশি জাতের শসা ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। জেলা শহর গুলোতে দেশি শশা বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা হাইব্রিড শসা ৩৫-৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। তবে ভোক্তারা মনে করছেন, রমজানের সুযোগ নিয়ে এক শ্রেণির সুযোগ সন্ধানী ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থির করে তুলেছে।
বেসরকারি চাকরিজীবী মাহমুদ হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “রমজানে একটু ইফতারি করতে গেলেই বাজেটের বারোটা বাজে। শসার মতো সাধারণ সবজি এত দামে কিনতে হবে, এটা কল্পনাও করিনি।” একই হতাশা জানিয়ে গৃহিণী শিরিন আক্তার বলেন, “পরিবারে সদস্য বেশি, প্রতিদিনই শসা লাগে। কিন্তু এত দামে প্রতিদিন কেনা সম্ভব হচ্ছে না।”
বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারের চলমান নজরদারি ও কার্যকর ব্যবস্থা আরো কঠোর করার দাবি জানিয়েছেন ভোক্তারা। বিশেষজ্ঞরাও মনে করছেন, যথাযথ তদারকি না থাকলে সামনে আরও সংকট তৈরি হতে পারে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।