কুষ্টিয়া চৌড়হাস মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিনটি ফলের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফলের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত আনুমানিক রাত ২:৪৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গভীর রাতে আগুন লাগার কারণে কেউ তাৎক্ষণিকভাবে টের পাননি, ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক ২৪ থেকে ২৫ লক্ষ টাকা। পবিত্র রমজান মাসকে সামনে রেখে দোকানিরা নতুন করে, বিশেষ করে ফলের দোকান মালিকেরা ইফতার ও সেহেরীর জন্য সংগ্রহ করেছিলেন, তাই ক্ষতির পরিমাণ আরও বেশি বলে ধারণা করছেন স্থানীয়রা । আগুনে ব্যবসার মূলধন হারিয়ে দোকানিরা দিশেহারা হয়ে পড়েছেন।
দোকানিরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন তাঁদের আহাজারিতে এলাকা ভারী হয়ে ওঠে। কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ হতাশায় নিস্তব্ধ হয়ে পোড়া অবশিষ্টাংশের দিকে তাকিয়ে থাকেন। এক ব্যবসায়ী বলেন, “আমাদের সারা বছরের উপার্জন এই দোকানের ওপর নির্ভর করে। রোজার জন্য প্রচুর মাল তুলেছিলাম, এখন কী করবো?”
ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঈদের আগে যদি দ্রুত কোনো সহায়তা না মেলে, তবে তাদের জীবনযাত্রা মারাত্মক সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এই অগ্নিকাণ্ড শুধু কয়েকটি দোকানই নয়, কয়েকটি পরিবারের জীবনযাত্রাকেও এক ধাক্কায় অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ঈদের আগে এই ক্ষতি কাটিয়ে ওঠা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।