দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক আওয়ামী লীগের অফিস থেকে একটি ওয়ান শুটার গান, দুইটি শট গানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, ও দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর মোড় থেকে এ অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে মাসুম হোসেন (৩২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করে পুলিশ। সে চরসাদিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, চরসাদিপুর মোড়ে আওয়ামীলীগের অফিস গত ৫ আগস্টের পর মানব কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড অফিস নামে ব্যবহৃত হচ্ছিলো। অফিসটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙ্গানো থাকায় স্থানীয় বশির আহম্মেদ নামের একজন বিএনপি কর্মী ছবিটা টানানোর প্রতিবাদ করলে মাসুম তাকে মারধর করে এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখায়।
সোমবার বিষয়টি পুলিশে খবর দিলে পুলিশ সেখানে তল্লাশি করে মাসুমকে আটক করে। পরে মাসুমের দেখানো অফিস কক্ষ থেকে দুইটি শট গানের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, একটি ওয়ান শুটার গান ও দুইটি ককটেল উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত ও আটককৃত মাসুমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।